জাকসু নির্বাচনে হল এজিএস পদে বিজয়ী তারেককে এলাকাবাসীর সংবর্ধনা

- আপডেট সময় : ০৭:৫৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 60
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদ নির্বাচনে এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে বিজয়ী বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তারেক আহমদকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। তারেক আহমদ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বিওসি কেছরীগুল (ডিমাই) গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল জব্বার ও রুনি বেগমের সন্তান।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ওসমানীবাজারে ডিমাই এলাকাবাসীর পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ডা: ইলিয়াছ আলীর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন সদর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফখরুল আলম, সংবর্ধিত অতিথি তারেক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফজাল হোসেন,সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন, সুরমান আলী, দুবাই প্রবাসী ফয়জুর রহমান, আব্দুর জব্বার জিলু, ওসমানী বাজার বণিক সমিতির সদস্য আব্দুস সালাম, ফখরুল ইসলাম,আজির উদ্দিন, জাবেদুর রহমান, মহি উদ্দিন, আব্দুস শুক্কুর, জামাল উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে তারেক আহমদ সর্বোচ্চ ২১৯ ভোট পেয়ে বিজয়ী হন।
এসময় বক্তারা বলেন, তারেক আহমদ শুধু আমাদের এলাকার গৌরব নয়, সে পুরো বড়লেখা বাসীর গৌরব। তারেক আহমদ শুধু এই পদে সীমাবদ্ধ না থেকে আরও উপরের পদে যাওয়ার আহবান জানান। পাশাপাশি এলাকার অন্যান্য শিক্ষার্থীদের তারেক আহমদের মতো পড়ালেখা করে এলাকার গৌরব বয়ে আনার আহবানও জানান।
তারেক আহমদ বলেন, আজকের এই দিনটি আমার কাছে এক স্বরণীয় দিন স্বরণীয় হয়ে থাকবে। আমার এই অর্জন আমার একার নয়, আমার পরিবার ও আমার গ্রামবাসীর অর্জন। আমার নির্বাচনের সময় গ্রাম থেকে অনেকে ফোন করে আমার খোজ নিয়েছেন এজন্য আমি সারাজীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকবো।